ক্রীড়া ডেস্ক :
খুব বেশি কিছু করার প্রয়োজন ছিল না নেদারল্যান্ডসের। স্বাগতিক কাতারের বিপক্ষে ড্র করলেও দ্বিতীয় রাউন্ডে যেতে পারত ডাচরা। কিন্তু এবারের বিশ্বকাপে কাতারের যে অবস্থা, তাতে গ্রুপ ‘এ’র এই ম্যাচে মেম্ফিস ডিপাই, ফ্রেঙ্কি ডি ইয়ং, কোডি গাকপোদের না জেতাটাই ‘অপরাধ’ হিসেবে বিবেচিত হতো। আজ আল বায়াত স্টেডিয়ামে সে ধরনের কোনো ‘অপরাধ’ ডাচরা করেনি। কাতারের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটা মোটামুটি হেসেখেলে জিতেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে তিন বারের রানার্সআপ দেশটি। গাপকো ও ডি ইয়ংয়ের দুই অর্ধের দুই গোলে জয়ের ব্যবধানটা ২–০।
শেষ ষোলোর টিকিট নিশ্চিত করতে কাতারের বিপক্ষে কমপক্ষে ড্র প্রয়োজন ছিল নেদারল্যান্ডসের। তবে সহজ জয়েই কমলা জার্সিধারীরা উঠে গেছে বিশ্বকাপের নকআউট পর্বে। নেদারল্যান্ডস ২-০ গোলে হারিয়েছে স্বাগতিকদের।
কিক অফ থেকেই একচেটিয়া প্রধান্য নিয়ে খেলেই প্রথমার্ধে এগিয়েছিল নেদারল্যান্ডস। চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারতো নেদারল্যান্ডস। কাতারের গোলমুখে তৈরি হওয়া জটলার মধ্যে খুব কাছ থেকে শট নিয়েছিলেন ড্যালি ব্লিন্ড। কিন্তু সেই শট রুখে দিয়েছেন কাতারের গোলরক্ষক মেশাল বারশাম।
তবে দ্বিতীয় আক্রমণ থেকে ঠিকই গোল আদায় করে নেয় নেদারল্যান্ডস। ২৬ মিনিটে বক্সেও মাথায় বল পেয়ে একজন ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শটে গোল করেছেন কোডি গাকপো।
বিরতির পর আবারও ২-০ গোলের লিড নেয় নেদারল্যান্ডস। গোল করেনে ফ্রেঙ্কি ডি জং। এদিনের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলেন তারা। শেষ ষোলোয় গ্রুপ বি থেকে দ্বিতীয় স্থান পাওয়া দলের বিরুদ্ধে নামতে হবে তাদের।