নিজস্ব প্রতিবেদক :
চুরি করা ছেড়ে দেয়ার অঙ্গীকার করায় হেলাল উদ্দিনকে (২৭) ইজিবাইক উপহার দেয়া হয়েছে। যশোর ডিবি পুলিশের উপ-পরিদর্শক মফিজুল ইসলামের মধ্যস্থতায় সামাজিক সচেতন সংস্থা (সাসস) মঙ্গলবার দুপুরে হেলাল উদ্দিনকে ইজিবাইক প্রদান করে। প্রেসক্লাব যশোরের সামনে ইজিবাইক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মণিরামপুরের কাশিমপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধী শাহিনুর ইসলাম (৪১)। তার ইজিবাইক চুরি করেছিলেন হেলাল উদ্দিন। তিনি জেলার মণিরামপুরের সতীঘাটা কাদের দফাদারের ছেলে।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক মফিজুল ইসলাম জানান, গত বছরের ১৯ সেপ্টেম্বর গভীর রাতে শাহিনুরের বাড়ি থেকে ব্যাটারিযুক্ত ভ্যানটি চুরি হয়ে যায়। উপার্জনের একমাত্র বাহন হারিয়ে সন্তানদের নিয়ে মানবেতর জীবনযাপন করতে থাকেন তিনি। ভ্যানটি উদ্ধারে তিনি ডিবি পুলিশের শরণাপন্ন হন। এক পর্যায়ে পুলিশ চুরি হওয়া ভ্যানসহ হেলাল উদ্দিনকে (২৭) গ্রেফতার করে। সোস্যাল মিডিয়ায় লেখালিখির কারণে এরই মধ্যে গণ্যমান্য ব্যক্তিরা তাকে একটি ভ্যান কিনে দেন। উদ্ধার ভ্যানের সাথে গণ্যমান্যদের থেকে প্রাপ্ত ভ্যানের একটি তিনি তার গ্রামের অসহায় একজনকে প্রদান করেন।
অন্যদিকে ভ্যান চুরিতে জড়িত হেলাল উদ্দিন স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ চেয়ে ও কর্মসংস্থানের জন্য ডিবি পুলিশের উপ-পরিদর্শক মফিজুল ইসলামের নিকট ইচ্ছা ব্যক্ত করেন। তিনি আর কোনদিন অপরাধ করবেন না বলে অঙ্গীকার করেন।
এরপর এই পুলিশ কর্মকর্তা যশোরের সামাজিক সচেতন সংস্থার (সাসস) সাথে যোগাযোগ করেন। এ সংগঠনটি হেলালকে স্বাভাবিক জীবনে ফেরাতে একটি ইজিবাইক উপহার দেয়ার সিদ্ধান্ত নেয়।
মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে তার হাতে ইজিবাইকের চাবি তুলে দেওয়া হয়। প্রতিবন্ধী শাহীন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইজিবাইকের চাবিটি হেলালের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, ডিবি পুলিশের উপ-পরিদর্শক মফিজুল ইসলাম ও সাসস সদস্যবৃন্দ।
প্রতিবন্ধী শাহিনুর ইসলাম বলেন, আমার দুটি ভ্যান থেকে একটি ভ্যান হেলালকে উপহার দিতে চেয়েছিলাম। তিনি যেহেতু সাসস থেকে ইজিবাইক পেয়েছেন তাই আমার একটি ভ্যান গ্রামের আরেক অসহায়কে দিয়েছি। আর নতুন ভ্যানটার মাধ্যমে আমি পেয়ারা ঝালমুড়ি বিক্রি করছি। আমি আনন্দিত যে হেলাল আমার ভ্যান চুরি করেছিলো তিনি স্বাভাবিক জীবনে ফিরেছেন। তার হাতে উপহারের ইজিবাইকের চাবি তুলে দিতে ভাল লাগছে।
হেলাল উদ্দিন বলেন, স্বাভাবিক জীবনে আসার সুযোগ করে দেওয়ায় জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞ। যারা চুরি কাজে জড়িত তাদের বলবো পরিশ্রম করে অর্থ আয়ে জীবনটাকে উপভোগ করুন।
সাসস’র সভাপতি হাবিবুর রহমান বলেন, আমরা হেলালকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে কর্মসংস্থানের কথা চিন্তা করি। এরই ধারাবাহিকতায় ইজিবাইক উপহার দিয়েছি। যার মাধ্যমে তিনি সৎপথে জীবিকা নির্বাহ করতে পারবেন।