নিজস্ব প্রতিবেদক
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার যশোর জেলা পর্যায়ে ধারাবাহিক পারফরম করে কালেক্টস্কুলের হয়ে খেলা ডানহাতি পেসার শাদমান খান। সেই পারফরম্যান্সে পুরস্কার হিসেবে যশোরের একমাত্র ক্রিকেটার হিসেবে ডাক পেয়েছে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে আয়োজিত ট্রায়ালে। এই ট্রায়ালে দক্ষিণাঞ্চল থেকে ৩৫ জন ক্রিকেটার ডাক পেয়েছে।
আগামী শনিবার বিসিবি’র ক্রীড়া পল্লীতে তাকে রির্পোট করতে হবে। পরের দিন ট্রায়াল হবে। এ পরীক্ষায় উৎরাতে পারলে সুযোগ পেতে পারে চূড়ান্ত দলে।
সেক্রেটহাট স্কুলের নবম শ্রেণির এ শিক্ষার্থী সম্প্রতি শেষ হওয়া স্কুল ক্রিকেটে বহিরাগত কোটায় খেলেছেন যশোর কালেক্টরেট স্কুলের হয়ে। এ পেসার বল হাতে স্কুল ক্রিকেটের যশোর জেলা পর্যায়ের সর্বোচ্চ ১৮টি উইকেট নিয়েছিল। যা নির্বাচকদের চোখে ধরা পড়ে।
শহরের নলডাঙ্গা রোডের সিরাজ খান মিন্টু ও লাবনী খাতুন দম্পতির ছেলে শাদমান চলতি দ্বিতীয় বিভাগ টায়ার-১ ক্রিকেটে বিপননের হয়ে খেলছে। একমাত্র ম্যাচেও বল হাতে উজ্জ্বল ছিল। এই ম্যাচে ১৯ রান খরচায় নেন ৪ উইকেট।
সাদমানের ক্রিকেটে হাতে খড়ি ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউটে। এখানেই বর্তমানে নিয়মিত প্রাকটিশ করে।
এই ইন্সটিটিউটের প্রধান প্রশিক্ষক এহসানুল হক সুমন বলেন, প্রথম দিকে হাইটের কারনে শাদমানকে পেস বোলিং করতে নিষেধ করেছিলাম। তবে তার শ্রম দিয়ে আমাকে ভুল প্রমাণ করছে। সবচেয়ে বড় বিষয় তার প্রচুর শেখার আগ্রহ আছে। এছাড়া ক্রিকেট খেলায় তার পরিবার থেকে অনেক সমর্থন করে। যেটা বর্তমান সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন।