যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)’র নির্বাহী কমিটির সভা সোমবার বেলা সাড়ে ১১টায় সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২২ ডিসেম্বর সাধারণ সভা ও ২৯ ডিসেম্বর দ্বি-বার্ষিক নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।
একই সাথে অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলুকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। অন্য দুইজন সদস্য হলেন অ্যাডভোকেট বাসুদেব বিশ্বাস ও অ্যাডভোকেট আজিজুর রহমান সাবু।
সভায় সভাপতিত্ব করেন জেইউজে সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল। পরিচালনা করেন সাধারণ সম্পাদক এইচআর তুহিন।
উপস্থিত ছিলেন- সহসভাপতি প্রদীপ ঘোষ, যুগ্ম সম্পাদক তবিবর রহমান, কোষাধ্যক্ষ স্বপ্না দেবনাথ, সদস্য ডিএইচ দিলশান ও রিপন হোসেন। -প্রেস বিজ্ঞপ্তি