নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বামনালী সায়েমপাড়া গ্রামের একটি বাড়ির খাটের নিচ থেকে রাহুল হোসেন (১২) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।
রাহুল ওই গ্রামের শাহজাহানের ছেলে। তার মা সারজিনা বেগম শনিবার সন্ধ্যায় হাসপাতাল থেকে ফিরে ঘরের খাটের নিচে ছেলের লাশ দেখতে পান। এরপর পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে।
মৃতের চাচা রাহাজান আলী জানান, রাহুল স্থানীয় কাওরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। শনিবার সকাল ৯ টার দিকে রাহুলকে বাড়ি রেখে বোন রবিলা খাতুনকে নিয়ে তার মা সারজিনা বেগম ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাতে যান। সেখান থেকে আড়াইটার দিকে বাড়ি ফিরে ছেলে রাহুলকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঘরের ভিতর বিছানা করার সময় দেখতে পান ছেলে রাহুল খাটের নিচে মৃত অবস্থায় পড়ে আছে। এরপর সারজিনা বেগম চিৎকার শুরু করেন।
লোকজন এসে খাটের নিচ থেকে রাহুলের লাশ উদ্ধার করেন। গ্রামবাসী ঝিকরগাছা থানা পুলিশকে খবর দিলে গভীর রাতে শিশুটির লাশ উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য লাশ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তবে রাহুলের কিভাবে মৃত্যু হয়েছে তা পুলিশ নিশ্চিত করতে পারেননি। এমনকি তার পরিবারের লোকজনও বলতে পারছে না কিভাবে তার মৃত্যু হয়েছে। ছেলের মৃত্যুর ঘটনায় পরিবারের সকলেই বাকরুদ্ধ হয়ে পড়েছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
মৃত রাহুলের মুখে, দাঁতে রক্ত ও বাম হাতের কনুই এবং আঙ্গুলের পাশে ছোলা দাগ রয়েছে। পুলিশ বলেছে, ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। জেনারেল হাসপাতাল মর্গে লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।