ক্রীড়া ডেস্ক:
পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের ব্যাটে রানের ফোয়ারা নতুন কিছু নয়। তারই ধারায় টানা দ্বিতীয়বারের মতো আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার পেলেন পাকিস্তানি ব্যাটার। বর্তমানে তিনি ওয়ানডে ব্যাটিং র্যাংকিংয়ে শীর্ষস্থানে অবস্থান করছেন।
আইসিসি থেকে আগেও এই খেতাব পেয়েছিলেন বাবর। ২০২১ সালে তিনি এ পুরস্কারে ভূষিত হন। এর আগে বাবরকে অধিনায়ক করে আইসিসি বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করে। আজ আইসিসি বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের নাম ঘোষণা করে।
২০২২ সালে ওয়ানডে ফরম্যাটে খেলা হয়েছে খুব কম। তাতে বাবর মোট ৯ ম্যাচ খেলেছেন। যেখানে ৮৪.৮৭ গড়ে রান করেন ৬৭৯। ৯ ম্যাচে সেঞ্চুরি করেছেন তিনটি। ফিফটি করেছেন ৫টি। । কেবল ১ ইনিংসে ৫০ এর গণ্ডি ছাড়াতে পারেননি।
শুধু ব্যাট হাতেই নয়, অধিনায়ক হিসেবেও ২০২২ সালে সফল বাবর। ওয়ানডে ক্রিকেটে দারুণ কেটেছে বাবরের। ৫০ ওভারের ক্রিকেটে লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে হার ছাড়া আর কোন ব্যর্থতা নেই তার নামের পাশে। তাতে আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলের দায়িত্বও পান তিনি।
পাকিস্তানের জার্সিতে বাবর আজম এখন পর্যন্ত ৯৫ ম্যাচ খেলে ৪ হাজার ৮১৩ রান সংগ্রহ করেছেন। যেখানে ১৭টি সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ২৪টি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ সংগ্রহ ১৫৮ রান।
আরও পড়ুন: নিষেধাজ্ঞা পেতে যাচ্ছেন রোনালদো?