ডুমুরিয়া প্রতিনিধি: ডুমুরিয়ায় মিথ্যা প্রলোভনে পড়ে এক মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় থানা পুলিশ রোববার রাতে অভিযান চালিয়ে দু’জনকে আটক করেছে ।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চিংড়া গ্রামের এক মাদ্রাসাছাত্রী (১৪) ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ গত রোববার রাতে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে মনিরুল ইসলাম গাজী (৩৬) ও সিরাজুল ইসলাম (৩৫) নামের দু’জনকে আটক করে। তবে এ ঘটনার মূল ২ হোতা রয়েছে ধরা-ছোঁয়ার বাহিরে।
ওই ছাত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, আটক সিরাজুল ইসলামের নিকট আত্মীয় হল মহিদুল ইসলাম। সে পেশায় গরু-ছাগলের ব্যাপারি। ওই সুবাদে সিরাজুলের বাড়িতে তার ছিল নিয়মিত যাতায়াত। ফলে মহিদুল ইসলামের খুব সহজে ওই ছাত্রীর সাথে ঘটে পরিচিতি। দু’জনের মধ্যে ঘনিষ্ঠতার একপর্যায়ে গত ঈদের দিন বিকেলে মহিদুলের বাগদাড়ি গ্রামের বাড়িতে তাকে নিয়ে যায়। সেখানে নিয়ে একটি মাছের ঘেরে ধর্ষণ করে। এ বিষয়ে থানা পুলিশ জানায় একটি মামলা হয়েছে এবং দু’জনকে আটক করা হয়েছে। বাকি আসামিদেরকে গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।