বিনোদন ডেস্ক: এই সময়ের আলোচিত সুপারমডেল কারা ডেলেভিন। মডেলিংয়ের সঙ্গে অভিনয়টাও ভালো পারেন। আলোচিত সুপারহিরো সিনেমা ‘সুইসাইড স্কোয়াড’-এ দেখা গেছে তাঁকে। অভিনয় করেছেন প্রখ্যাত ফরাসি পরিচালক লুক বেসোঁর সিনেমাতেও। ৩০ বছর বয়সী এই ব্রিটিশ তারকা এখন নানা কারণে আলোচনায়। সম্প্রতি তাঁর সম্পদের পরিমাণ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ডেইলি মেইল। ব্রিটিশ গণমাধ্যমটি জানিয়েছে, গত বছর ব্যাপকভাবে বেড়েছে তাঁর আয়। সব মাধ্যম থেকে পাওয়া আয় হিসাব করলে ২০২১ সালে দিনপ্রতি ৩০ হাজার পাউন্ড আয় করেছেন ডেলেভিন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ লাখ টাকা।
কেবল নতুন এই পরিসংখ্যানই নয়, কয়েক সপ্তাহ আগে অনূর্ধ্ব ৩০ বছর বয়সী যুক্তরাজ্যের সবচেয়ে ধনী তারকাদের তালিকা প্রকাশ করেছে হিটস সাময়িকী। তালিকার তৃতীয় স্থানে আছেন ডেলেভিন। তাঁর সম্পদের পরিমাণ ৬ কোটি ৩৮ লাখ পাউন্ড।
কারা ডেলেভিনের আয়ের বড় অংশ আসে মডেলিং থেকে। এখন সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ব্রিটিশ মডেল তিনি। এ ছাড়া গত বছর থেকে নিজের পানীয় কোম্পানিও চালু করেছেন তিনি।