খালিদ মাহমুদ পান্না
ভালোবাসার ও ভয়ংকর রুপ হয়,,,,
প্রলয়ঙ্কারী ঝড়ের মতো আঘাত হানতে পারে,,,
বিদ্যুৎ ঝলকে আছড়ে পড়ে শরীরের হৃদয় নামক গ্রহে,,,
মুহূর্তে স্তব্ধ করে দিতে পারে তোমার বাক শক্তি,,,,
তুমি শুধু একবার শুধু মাত্র একবার ভালোবেসে দেখো,,?
কি,,,? কি ভাবছো তুমি,,,?
এতো এতো প্রলয়ঙ্কর তছনছ এর কবলে পড়লে,,,,
ভালোটা বাসবে কি করে,,,?
আসলে ভালোবাসাটা হলো নীরবতায়,,,,,
যে নীরবতার মাঝে কাউকে একনজর দেখার,,,
কাঙ্খিত উন্মাদনা,,,,
শুধু মাত্র হৃদয় নামক গ্রহে স্পন্দনে স্পন্দিত হবে,,,,
আর একমাত্র তুমি অনুভব করবে,,,,,
কি মনে হয় তোমার ভালোবাসা এতোটাই সহজ,,,,
মুহূর্তে হাত পাতলেই পেয়ে যাবে,,,,
ভালোবাসা হলো এক ধ্বংসযজ্ঞ,,,,
এখানে প্রাপ্তি নেই আাশা নেই,,,,
এখানে পরতে পরতে তুমি ধ্বংসের খেলায় মেতে উঠবে,,,
কখনো চোখের পাতায় হারাবে,,,
হারাবে তার খোলা এলো চুলে,,,
কখনো তার হাতের রেশমি চুড়ি তে,,,,
তোমার বুকের ভিতর উথাল পাথাল ঢেউ খেলে যাবে,,,
তোমার চিৎকার করে বলতে ইচ্ছে হলেও,,,,
না বলতে পারার অসুস্থ ঝড়ে মুগ্ধ চোখে,,,,
অপলক তাকিয়ে দেখবে,,,,
কারণ তুমি বিশ্বাস করো,,,,
যে কোনদিন ভালোবাসা প্রকাশ করতে পারেনি,,,
তার ভালোবাসা ভয়ঙ্কর সুন্দর,,,।।