নড়াইল প্রতিনিধি: নড়াইলে কৃষক লাঞ্ছনার ৪৭ দিন পর তদন্ত শুরু। গত ১৭ ফেব্রুয়ারি নড়াইল পৌরসভার আলী মোহাম্মদ মন্ডল সার কিনতে আসলে সার ডিলার হাসানুজ্জামানের ম্যানেজার কর্তৃক ওই কৃষক লাঞ্ছিত হয়। ঘটনাটি সে সময় দেশের শীর্ষস্থানীয় দৈনিকসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।
উক্ত সংবাদের বিষয়ে সরেজমিনে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য কৃষি মন্ত্রণালয় পরিকল্পনা-২ অধিশাখার যুগ্মসচিব রবীন্দ্রশ্রী বড়ুয়াকে সরেজমিনে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য দায়িত্ব দেয়া হয়।
গত পাঁচ এপ্রিল সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে নিয়ে তদন্তের কাজ শুরু করেন তিনি। এ সময় যারা উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, সাংবাদিক, ডিলার, কৃষি অধিদপ্তর, লাঞ্ছিত কৃষক, ম্যানেজার, নড়াইল জেলা কৃষক লীগের সভাপতি মাহাবুবুর রহমান, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্তজার কৃষি প্রতিনিধি তাজুল ইসলাম, বিএডিসির (সার) উপ-সহকারী পরিচালক সুবাস চন্দ্র সরকার, বিএডিসির (বীজ) এর উপ-সহকারী পরিচালক শ্রীবাস সরকার প্রমুখ।
তিনি ডিলারকে বলেন, যারা দোকানে থাকেন, সে যেন কৃষকের সাথে কোন ধরনের খারাপ আচরণ না করেন। দেশের উৎপাদনশীলতার স্বার্থে এখানে যদি কেউ কিছু করবার চেষ্টা করে সরকার তা স্পেয়ার করবে না।
এ সময় তিনি উপস্থিত সকলের বক্তব্য গুরুত্ব সহকারে শোনেন এবং লিপিবদ্ধ করেন। এবং উর্ধ্বতনদের কাছে রিপোর্ট দেবেন বলে জানান।