নড়াইল প্রতিনিধি: শনিবার সকালে নড়াইল পুরাতন বাস টার্মিনাল এলাকায় ডিজিটাল কম্পিউটার একাডেমির শুভ উদ্বোধন করা হয়েছে। কথাশিল্পী সবুজ সুলতানের উপস্থাপনায় ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিমের সভাপতিত্বে ডিজিটাল কম্পিউটার একাডেমির শুভ উদ্বোধন করেন নড়াইল সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর।
এসময় উপস্থিত ছিলেন নড়াইল সরকারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী শামীম হুসাইন, মির্জাপুর ইউনাইটেড কলেজের সাবেক অধ্যক্ষ রওশন আলী,নড়াইল যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক এ,এম সাইফুল আনাম, বীরমুক্তিযোদ্ধা নুরুজ্জামান, বীরমুক্তিযোদ্ধা বজলুর রহমান, বীরমুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন প্রমুখ।
উদ্বোধনকালে উদ্দ্যোক্তা ও পরিচালক আবু সালেহ স্বজল বলেন নড়াইলে তরুণ সমাজকে আইসিটিতে দক্ষ করে গড়ে তুলতে তার এমন উদ্যোগ। উদ্বোধন শেষে কুড়িগ্রাম জামে মসজিদের ইমাম ইনামুল হক দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন।
১ Comment
সুন্দর হয়েছে
অসংখ্য ধন্যবাদ