নড়াইল প্রতিনিধি: ৪৯ বছর পেরিয়ে ৫০তম বছরে পদার্পণ করেছে দেশের সর্ববৃহৎ বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক। এ উপলক্ষে ব্যাংকের নড়াইল জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
৩১ মার্চ সকাল সাড়ে ১১ টায় ব্যাংকের জেলা শাখা কার্যালয়ে ৫০ বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের উদ্বোধন করেন বিকেবি নড়াইলের আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা হাওলাদার আমজাদ হোসেন (এজিএম)।
এ সময় ব্যাংকের কর্মকর্তা জোনায়েদ হোসেনের সঞ্চালনায় শাখা ব্যবস্থাপক শুকদেব কুমার পালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জয়নাব খাতুন তন্দ্রা, শ্রাবণী ভট্টাচার্য, আহাদ আলী খান, আবু দাউদ মোল্যা, তাজমুল হুদা, মকসেদুর রহমান, প্রদীপ কুমার মল্লিক, দেবরাজ ঘোষাল, বিকেবি কর্মচারী ইউনিয়নের নড়াইল অঞ্চলের সভাপতি জান্নাতুল নাঈম ও সাধারণ সম্পাদক ওমর ফারুক।
প্রসঙ্গত, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য গণমানুষের ব্যাংক হিসাবে ১৯৭৩ সালের আজকের এইদিনে রাষ্ট্রপতির ২৭নং আদেশ বলে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ কৃষি ব্যাংক, যা শতভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক।
এ উপলক্ষে দিনব্যাপি সেবা নিতে আসা সকল গ্রাহককে কেক, ফুল ও মিষ্টি দেয়া হয়।