বটিয়াঘাটা প্রতিনিধি: বটিয়াঘাটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৮ হাজার ৫৫০ জন কৃষক কৃষাণীর মাঝে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।
বুধবার বেলা এগারোটায় কৃষি অফিসে কৃষিবিদ রবিউল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, দাকোপ-বটিয়াঘাটা সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, উপ-পরিচালক খুলনা কৃষিবিদ হাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বক্কর মোল্যা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক এনায়েত আলী বিশ্বাস, আহসান কবির, মনিরুজ্জামান, সোহরাব হোসেন মুন্সী, ইমরান হোসেন সুমন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, কৃষকদের মধ্যে আব্দুল কাদের মৃধা, ভরত মন্ডল, মহিনুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুন: জনগণ বিএনপি-জামায়াতকে আর ক্ষমতায় দেখতে চায়না : এমপি আফিল