বেনাপোল প্রতিনিধি: করোনার মহামারি কাটতে না কাটতেই নতুন করে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে অতি সংক্রামক মাংকিপক্স। এ পর্যন্ত বিশ্বের ১২টি দেশে ছড়িয়ে পড়েছে এ সংক্রামক রোগ। এ অবস্থায় সংক্রমণ প্রতিরোধে বেনাপোল বন্দরে সতর্ক অবস্থা দেখা গেছে।
রবিবার (২২ মে) দুপুরে মাংকিপক্স নিয়ে সতর্ক অবস্থানে থাকার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক অধ্যাপক ডা. ইউসুফ আলী। তিনি বলেন, দেশের অন্যান্য বন্দরের মতো বেনাপোলকেও আমরা সতর্ক থাকতে বলেছি। সন্দেহভাজন কেউ এলে যেন তাকে চিহ্নিত করা যায় এবং অতিদ্রুত যেন তাকে সংক্রমণ ব্যাধি হাসপাতালে পাঠিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, মাংকিপক্স নিয়ে আমাদের এত আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের স্বাস্থ্য অধিদফতর ভাইরাসটির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সারাবিশ্ব থেকে তথ্য-উপাত্ত নিয়ে এবং প্রয়োজন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার সে বিষয়ে অধিদফতর পদক্ষেপ নেবে। যেসব জেলার সীমান্ত দিয়ে আমদানি-রফতানি হয় এবং পাসপোর্টযাত্রী চলাচল আছে, সেগুলোতে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
তবে হিলি বন্দরে মাংকিপক্স নিয়ে তেমন সতর্কতা নেই বলে অভিযোগ উঠেছে। রবিবার (২২ মে) দুপুরে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে গিয়ে দেখা যায়, কোনও ধরনের সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ ছাড়াই দু’দেশের মধ্যে চলাচল করছেন পাসপোর্টধারী যাত্রীরা। একইভাবে আমদানি হওয়া পণ্যবাহী ট্রাকের চালকরা অনায়াসে দেশে প্রবেশ করছেন। এছাড়া আগে করোনা প্রতিরোধে ইমিগ্রেশেনে একটি মেডিক্যাল টিম কাজ করলেও এখন সেই টিমের কার্যক্রম চোখে পড়েনি।