কল্যাণ ডেস্ক: ২০১৯ সালের মার্চে ব্রেন টিউমার ধরা পড়ে মোশাররফ হোসেন রুবেলের। দীর্ঘ লড়াইয়ের পর আজ (মঙ্গলবার) বিকাল ৫টায় সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাঁহাতি স্পিনার। সতীর্থকে হারিয়ে শোকহত মাশরাফি-তামিমরা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো রুবেলের অকাল মৃত্যুতে শোকে কাতর হয়ে উঠেছে।
রুবেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই দশক ধরে ক্রিকেট খেলছেন তিনি। কখনও টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা না হলেও ৫ ওয়ানডেতে খেলার অভিজ্ঞতা ছিল রুবেলের। ৫ ম্যাচে তার শিকার ৪ উইকেট। বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা রুবেলের মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন। মঙ্গলবার রাত ১০টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে রুবেলের জানাজা অনুষ্ঠিত হবে। তবে দাফন কোথায় হবে সে ব্যাপারে এখনও নিশ্চিত হতে পারেনি পরিবার। ঢাকা অথবা রুবেলের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে হতে পারে দাফন।
রুবেলের মৃত্যু মেনে নিতে পারছেন না মুশফিকুর রহিম। ফেসবুকে লিখেছেন, ‘খবরটা শুনে সত্যিই মন খারাপ হলো মোশাররফ রুবেল ভাই। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ও তার পরিবারের সদস্যদের জন্য, বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি একটি দুঃখের দিন। আসুন আমরা সবাই তাকে আমাদের প্রার্থনায় রাখি।’
সাকিব আল হাসান তার ফেসবুকে লিখেছেন, ‘দীর্ঘদিনের সতীর্থ ও দেশের অন্যতম সেরা স্পিনার মোশাররফ হোসেন রুবেলের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি আর শোক-সন্তপ্ত পরিবারের প্রতি থাকলো আমাদের সমবেদনা।’
আইপিএল খেলতে ভারতে ব্যস্ত সময় কাটাচ্ছেন মোস্তাফিজুর রহমান। রুবেলের মৃত্যু সংবাদ ছুঁয়ে গেছে বাঁহাতি পেসারকেও। ভারত থেকে ফেসবুকে তিনি লিখেছেন, ‘মোশাররফ রুবেল ভাই মারা যাওয়ার খবর শুনে মর্মাহত ও গভীরভাবে শোকাহত। তার পরিবারের জন্য আমার প্রার্থনা ও সমবেদনা।’
রুবেলের সঙ্গে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল মাশরাফির। প্রিয় সতীর্থের মৃত্যুতে ছোট্ট কথায় সাবেক অধিনায়ক লিখেছেন, ‘ভালো থাকিস বন্ধু…’।
টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ লিখেছেন, ‘ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আমাদের মোশাররফ রুবেল। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।’
সাবেক ক্রিকেটার ও বর্তমান নির্বাচক আব্দুর রাজ্জাক লিখেছেন, ‘বন্ধু রুবেল আমাদের ছেড়ে চলে গেছে না ফেরার দেশে, আজ বিকাল ৫টায়। আমরা সবাই তার জন্য দোয়া করি, মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। এবং তার পরিবার যেন এই শোক কাটিয়ে উঠতে পারে। আল্লাহ তার পরিবারের ওপর রহমত বর্ষণ করুন।’
ইমরুল কায়েস লিখেছেন, ‘দুই বছর আগে এই একই দিনে, আমি আমার বাবাকে হারিয়েছি এবং আজ আমি একজন কাছের মানুষকে হারালাম। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।’
এনামুল হক বিজয় লিখেছেন, ‘তোমাকে অনেক ভলোবাসতাম ভাই। তোমাকে অনেক মিস করবো ভাই। আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন, ইনশাআল্লাহ।’
লিটন দাস লিখেছেন, ‘মোশাররফ রুবেল ভাইয়ের খবর শুনে মর্মাহত। শান্তিতে বিশ্রাম নিন।’
রুবেলের ছবি সংযুক্ত করে তাসকিন আহমেদ লিখেছেন, ‘আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।’ নারী দলের পেসার জাহানারা আলম লিখেছেন, ‘বাংলাদেশের সাবেক বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেল আজ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন।’
২০০১-০২ মৌসুমে ক্রিকেট ক্যারিয়ার শুরু হয়েছিল মোশাররফ রুবেলের। জীবনের শেষ ক্রিকেট ম্যাচ খেলেন ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগে। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ওই ম্যাচে ১ উইকেটও নেন। তার একমাস পরই তার ব্রেন টিউমার ধরা পড়ে। এরপর আর মাঠে ফেরা হয়নি এই অলরাউন্ডারের।