নিরঞ্জন চক্রবর্তী, নেংগুড়াহাট: যশোরের মণিরামপুর উপজেলার বিভিন্ন এলাকাজুড়ে ব্যাটারি চালিত অটোভ্যানে ব্যবহৃত এলইডি লাইটের চোখ ধাঁধানো প্রভাবে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। উপজেলার বিভিন্ন গ্রামীণ রাস্তাসমূহে অটোভ্যানের এলইডি হেডলাইটের আলো বড় আপদ হিসেবে দেখা দিয়েছে।
রাতের আঁধারে এলইডি লাইটের চোখ ধাঁধানো আলোয় বিপরীতমুখি যানবাহনসমূহ দুর্ঘটনার মুখোমুখি হচ্ছে। এলাকায় ব্যাপক ভাবে ব্যাটারি চালিত অটোভ্যান বৃদ্ধি পেয়েছে। যার ফলে তৈরি হয়েছে অত্যধিক যানজট এবং রাতের বেলা বাজারসহ আশপাশের এলাকায় এসব যানবাহনের এলইডি হেডলাইটের কারণে চলাচল করা দুঃসাধ্য হয়ে উঠেছে।
রাজগঞ্জ এলাকার এক অটোভ্যান চালক মহাসিন বলেন, অটোর আসল হেডলাইট ব্যবহার হলে চার্জ খরচ বেশি হয়, তাই এলইডি হেডলাইট ব্যবহার করা হয়, ফলে কম খরচে বেশী আলো ও লাভ করা যায়। এলইডি লাইট রাতে ব্যবহারে সামনে কোন অটো আসলে শুধু ঝাপসা দেখা যায়, তখন দূর্ঘটনা এড়াতে ধীরে গাড়ি চালাতে হয়।
রাজগঞ্জ এলাকার এক মোটরসাইকেল আরোহী বলেন, অটোভ্যানের অত্যাচারে রাতে মোটরযান চালানো খুব অসুবিধা হয়ে পড়েছে, সামনে অটো আসলে হেডলাইটের আলোয় কিছুই দেখা যায় না, চোখ একদম ঝাঁপসা হয়ে আসে, তখন কিছুই দেখা যায় না, সামনে বড় গাড়ি আসছে নাকি ছোট গাড়ি তা বুঝা কঠিন হয়ে পড়ে।
এতে করে আমাদের জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। এলইডি লাইটের ব্যবহার অবিলম্বে নিষিদ্ধ করা এবং এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন পর্থচারীসহ সাধারণ মানুষ।