মণিরামপুর প্রতিনিধি
যশোরের মণিরামপুরে আল-আমিন পার্কে আপত্তিকর অবস্থায় কয়েকজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ১১ প্রেমিক-প্রেমিকাকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। একই সাথে অসামাজিক কাজে সহায়তার অভিযোগে পার্কের মালিক আব্দুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গরবার বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত এ অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক আলী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান বলেন, মণিরামপুর-রাজগঞ্জ সড়কের পাশে পৌরশহরের তাহেরপুর এলাকায় আল-আমিন পার্কে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলে বলে অভিযোগ পাচ্ছিলাম। বিষয়টি নিয়ে উপজেলা আইনশৃঙ্খলা সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। এরপর থানা পুলিশ দিয়ে পার্কের মালিককে একাধিকবার সতর্ক করা হয়েছিল। পার্ক কর্তৃপক্ষ সতর্ক না হওয়ায় মঙ্গলবার অভিযান চালানো হয়েছে। অভিযানে অভিযোগের সত্যতা পেয়ে পার্কের মালিক আবদুর রহমানসহ ১২ জনকে আটক করা হয়।
তিনি আরও বলেন, অভিযান পরিচালনাকালে দেখা গেয়ে ১১ জোড়া যুবক-যুবতী আপত্তিকর অবস্থায় পার্কে অবস্থান করছে। তাদের কাছে সম্পর্কের বিষয়টি জানতে চাইলে তারা বলতে পারেনি। আমরা যুবক-যুবতীদের পরিবারের সাথে মোবাইল ফোনে কথা বলতে চাইলে তারা আপত্তি জানায়। এ সময় ভ্রাম্যমাণ আদালতে পার্কের মালিক আবদুর রহমানকে ১০ হাজার এবং বাকি ১১ জনকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।
জরিমানাকৃত ১১ জন হলেন- সাব্বির হোসেন, আকাশ, সাদিয়া খাতুন, উর্মি খাতুন, মেহেরব, আবদুল হাসিব, আকতার হোসেন, শাহরিন খাতুন, শাকিল আহমেদ, প্রসেনজিত ও আল আমিন হোসেন।