কল্যাণ ডেস্ক: মালদ্বীপের রাজধানী মালেতে ঘনবসতিপূর্ণ একটি আবাসনে অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন নিহত হয়েছে; আহত হয়েছে আরও কয়েকজন। সেখানে প্রবাসী শ্রমিকদের বাস ছিল।
অগ্নিকাণ্ডে একজন বাংলাদেশি এবং নয়জন ভারতীয় নিহত হয়েছেন বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুনে পুড়ে যাওয়া আবাসনটির উপরদিকের একটি তলা থেকে মৃতদেহগুলো উদ্ধার করেন।
ভবনটির গ্রাউন্ড ফ্লোরে গাড়ি সারাইয়ের গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে মনে করা হচ্ছে। সেখান থেকেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের এক কর্মী এএফপিকে জানান, “আমরা ১০টি মৃতদেহ পেয়েছি। আগুন নিয়ন্ত্রণে আনতে চার ঘণ্টার মতো সময় লেগেছে।”
এক নিরাপত্তা কর্মীর বরাতে এএফপি জানায়, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে একজন বাংলাদেশি।
উল্লেখ্য, মালের আড়াই লাখ জনসংখ্যার প্রায় অর্ধেকসংখ্যক বিদেশি শ্রমিক। এরা মূলত বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান এবং শ্রীলংকা থেকে আগত।
আরও পড়ুন: