নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের মোল্লাপাড়া আমতলার টাওয়ার মোড়ে অগ্রণী প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বুধবার দিনব্যাপী মেডিসিন ব্যাংকের উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে দন্ত, চক্ষু, গাইনি ও মেডিসিন বিশেষজ্ঞরা সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পর্যন্ত রোগী দেখেন। প্রায় পাঁচ শতাধিক রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসাপত্র এবং ওষুধ দেন।
রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন দন্ত বিশেষজ্ঞ মুক্তিযোদ্ধা ডা. ইয়াকুব আলী মোল্লা, গাইনি বিশেষজ্ঞ ডা. ফারহা দিবা, মেডিসিন বিশেষজ্ঞ আজম ইকবাল খান, শিশু বিশেষজ্ঞ জসীম উদ্দিন, দন্ত বিশেষজ্ঞ ডা. সুপ্রিয়া দাস।
আলোচনা সভায় শেখ গোলাম ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেডিসিন ব্যাংকের সচিব ও যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডাক্তার আবুল কালাম আজাদ লিটু। পরে তিনি আগত রোগীদের উদ্দেশ্যে বক্তব্য দেন এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেডিসিন ব্যাংকের অর্থ সচিব জহুরুল আলম, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, বিশিষ্ট দন্ত বিশেষজ্ঞ বীর মুক্তিযোদ্ধা ডাক্তার ইয়াকুব আলী মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্ট। উপস্থিত ছিলেন সমাজসেবক শেখ আবু আশরাফ ও তরিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা ও ক্যাম্প পরিচালনা করেন মেডিসিন ব্যাংকের সহকারী কর্মকর্তা আবু সাআদ শাওন। সার্বিক সহযোগিতায় ছিলেন দৈনিক কল্যাণের কম্পিউটার ইনচার্জ আবু সাঈদ সাগর।
এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক, ইবনে সিনা ট্রাস্ট যশোরের এসিস্ট্যান্ট ম্যানেজার ও জোনাল ইনচার্জ আসিফ নেওয়াজ, করপোরেট মার্কেটিং অফিসার ইসরাইল হোসেন, শরিফুল ইসলাম, সাইদুর রহমান, রায়হান আহমেদ, সোহানুর রহমান, এম এইচ বাবু ও মাফুজা খানম।