নিজস্ব প্রতিবেদক
যশোরে সোমবার রাতে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হলেন, যশোর সদর উপজেলার ঝুমঝুমপুরের বজলু হাওলাদারের ছেলে জেলা ছাত্রলীগের সহসভাপতি রাজু রানা, মনিরামপুর উপজেলার খানপুর বালিয়াডাঙ্গা গ্রামের নজরুল ইসলামের ছেলে মনিরুজ্জামান, সদর উপজেলার চান্দা আফরা গ্রামের মকবুল মিয়ার ছেলে মামুন মিয়া ,চাঁচড়ার নাজিমুদ্দিনের ছেলে রাশেদুল ইসলাম এবং চাঁচড়া কলোনী নদীর পাড়ের বাদশা ফয়সালের ছেলে নিরব সাদেকিন।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত জানান, সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত যশোর শহর ও আশপাশের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বিভিন্ন মামলায় জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়। আওয়ামীলীগের পক্ষে সন্ত্রাসী কর্মকান্ড ও নাশকতার নানা অভিযোগ প্রমাণিত হয়েছে। পৃথক দুইটি মামলায় তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে
