নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে যশোর জেলা বিএনপি’র উদ্যাগে রোববার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এছাড়াও যশোর নগর বিএনপি ও সদর উপজেলা বিএনপি পৃথকভাবে শহর ও শহরতলীর ২টি এতিমখানায় এতিম বাচ্চাদের জন্য দুপুরের খাবারের আয়োজন করে। অপরদিকে যশোর নগর ও সদর উপজেলা যুবদল দুপুরে শহরের একটি মসজিদে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া-মোনাজাতের আয়োজন করে।
এসময় জেলা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।