নিজস্ব প্রতিবেদক: বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে যশোরে বিশ্ব মৃত্তিকা দিবস পালন করা হয়েছে। এবার দিবসটির প্রতিপাদ্য ছিল ‘মাটি: যেখানে খাদ্যের সূচনা’।
এ উপলক্ষে সোমবার সকালে পালবাড়ী ভাস্কর্যের মোড় থেকে শোভাযাত্রা শুরু করে তেঁতুলতলা হয়ে রওশন আলী সড়ক প্রদক্ষি করে মৃত্তিকা ভবনে গিয়ে শেষ হয়। এরপর মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের অডিটরিয়ামে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা আঞ্চলিক গবেষণাগারের মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জয়নাল আবেদিন। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তুষার কুমার পাল।
বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জরুল হক, বিএডিসির যুগ্ম-পরিচালক (সার) রোকনুজ্জামান ও জেলা প্রাণি সম্পদ অফিসার ডা. রাশেদুল হক।