নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২২ উপলক্ষে যশোরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শুক্রবার বিকেলে যশোর টাউন হল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক)।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। তিনি বলেন, দুর্নীতি একটি পাপ, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। সমাজে একটি দুর্নীতি আর একটি দুর্নীতির জন্ম দেয়। দুর্নীতি সকল ধর্মে ও রাষ্ট্রীয় আইনে পাপ ও অপরাধ। দুর্নীতির বিরুদ্ধে দেশে কঠোর আইন রয়েছে।
এ ব্যাধি থেকে সমাজকে রক্ষা করতে হলে সর্বপ্রথম সকলকে সোচ্চার হতে হবে। কোন দুর্নীতি ও অপরাধের কাছে কোনভাবেই মাথা নত করা যাবে না। সমাজকে রক্ষা করতে হলে সকলকে একত্রিত হয়ে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে দুদক যশোর সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আল-আমিন বলেন, দুদুকে অভিযোগ করার জন্য হট লাইন নাম্বার রয়েছে। এছাড়া আমরা বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করি। শুধু তাই নয়; বিভিন্ন সংবাদ মাধ্যমে যাচাই-বাছাই করেও আমরা দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকি। অতএব সমাজে বসবাসকারী সকলকে দুর্নীতি প্রতিরোধে সোচ্চার হতে হবে। দুদককে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।
অনুষ্ঠানে সনাকের সভাপতি শাহিন ইকবালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস।