ঝাঁপা প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নে ডাকাত সন্দেহে ধাওয়া করে হুমায়ুন কবির (২৮) নামের এক যুবককে আটক করেছে স্থানীয় জনগণ। পরে সেই যুবকের কাছ থেকে স্কুলব্যাগে ভর্তি দুই কেজি গাঁজা উদ্ধার করে পুলিশে সোপর্দ করে।
শনিবার রাত ৯টার দিকে উপজেলার রোহিতা ইউনিয়নের জলকর রোহিতা গ্রামে এ ঘটনা ঘটে। আটক হুমায়ুন কবির খুলনার গল্লামারী এলাকার বাসিন্দা।
রোহিতা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার মেহেদী হাসান বলেন, গত শুক্রবার রাতে কোদলাপাড়া গ্রামে ডাকতি সংঘটিত হওয়ায় শনিবার সকাল থেকে এলাকায় পুলিশের সতর্ক অবস্থান ছিলো। এদিন সন্ধ্যার পর থানার ওসি শেখ মনিরুজ্জামান নিজে সড়ক নিরাপত্তায় নিয়োজিত থাকা অবস্থায় রাত ৯টার দিকে একটি মোটরসাইকেলে করে ঝিকরগাছার দিক থেকে আসছিলেন দুই যুবক। পুলিশের গাড়ি দেখে ১৫-২০ গজ দূরে মোটরসাইকেল থামিয়ে তাদের একজন মাঠের দিকে দৌঁড় দেন। অন্যজন মোটরসাইকেল ঘুরিয়ে চলে যায়। এ সময় স্থানীয়রা ডাকাত সন্দেহে ধাওয়া দিয়ে পালানোর চেষ্টা করা ওই যুবককে ধরে ফেলেন। এবং তার কাছে থাকা স্কুলব্যাগ তল্লাশি করে ২ কেজি গাঁজা পাওয়া যায়।
মণিরামপুর থানার সহকারী উপপরিদর্শক সোহেল রানা বলেন, গাঁজা উদ্ধারের ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: নারী শিক্ষার অগ্রগতি শীর্ষক আলোচনা সভা