নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম হাইস্কুলের শতভাগ পাসের সাফল্য এবারও উপজেলার শীর্ষে রয়েছে। মঙ্গলবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশে স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ এ তথ্য জানিয়েছেন। স্কুলের শিক্ষক এবং গভর্নিং বডির সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টার ফসল বলে তিনি অভিব্যক্তি প্রকাশ করেছেন।
স্কুলের দেয়া তথ্যানুযায়ী, ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম হাইস্কুল থেকে এ বছর ৩০৫ জন পরীক্ষায় অংশ নিয়ে সকলেই পাস করেছেন। স্কুল থেকে গোল্ডেন জিপিএ ৫ পেয়েছেন ৮২ জন এবং জিপিএ ৫ পেয়েছেন ৮৫ জন। সর্বমোট জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১৬৭ জন। এবার এ স্কুল থেকে ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৬৯ জন পরীক্ষার্থীদের মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৩৬ জন। মানবিক শাখায় ১১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪ জন এবং বিজ্ঞান শাখায় ১২৩ জনের মধ্যে ১০৭ জন জিপিএ ৫ পেয়েছেন।
এছাড়াও জিপিএ (এ) ১১০জন, (এ-) ২১ জন, বি ৪ জন, এবং সি গ্রেডে ৩ জন উত্তীর্ণ হয়েছেন। গোল্ডেন জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থী জেবা ফারিয়া জানান, প্রধান শিক্ষকের নেতৃত্বে শিক্ষকদের আন্তরিকতা ও দায়িত্বশীলতা আজকে আমাদের এই সফলতা। গোল্ডেন জিপিএ ৫ পাওয়া তাফরিয়া নুসরাত মৃত্তিকার পিতা ওমর আলী গাজী জানান, ২০ বছর আগের অখ্যাত স্কুলটি আজ যশোর জেলার মধ্যে সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হওয়া সম্ভব হয়েছে শিক্ষকদের আন্তরিকতা।
প্রধান শিক্ষক আব্দুস সামাদ বলেন, ম্যানেজিং কমিটির সার্বিক সহযোগিতা এবং শিক্ষকদের আন্তরিকতার মাধ্যমে আজকের এই সফলতা।
আরও পড়ুন: দ্রুত এগোচ্ছে যশোর-ঢাকা রেলপথ নির্মাণ