নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা মাইক লাইট মালিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান প্রার্থী, বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন বিপুল। মঙ্গলবার (৭ মে) শহরের বস্তাপট্টি মোড়ে তিনি সংগঠনের কার্যালয়ে মতবিনিময় সভা করেন।
আয়োজক সংগঠনের সভাপতি গোলক চন্দ্র দত্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন হীরার সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ইদ্রিস আলী, সহ-সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ মিঠু, কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক ফকরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন রিন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক মুরাদ মোল্লা, নির্বাহী সদস্য কাজী আল মামুন, আলমগীর হোসেন, মোহাম্মদ হালিম, বাবু হোসেন, শাহদত হোসেন সাব্বির, এরশাদুল ইসলাম, শামীম হোসেন গিট্টু, জাহাঙ্গীর হোসেন, সাইফুল ইসলাম পান্না ও সুজয় রায়।
মতবিনিময় সভায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুল বলেন, স্মার্ট দেশ গড়ার জন্য শেখ হাসিনার বিপ্লবের সারথী হতে চাই। চেয়ারম্যান নির্বাচিত হলে শেখ হাসিনার চিন্তা-চেতনা শতভাগ বাস্তবায়িত হবে। সব সেক্টরের মানুষকে সাথে নিয়ে সমানতালে উন্নয়ন হবে। কারো উপর জুলুম-নির্যাতন হবে না।
