দলবেঁধে কাজ করছেন শ্রমিকরা । নওয়াপাড়া,যশোর। ছবি : ইলিয়াস সাজুযশোর আইটি পার্কে দুই দিনব্যাপি আইটি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক,যশোর। ছবি : ইলিয়াস সাজুজাতীয় ও জনজীবনের সমস্যাকে আড়াল করে নয়া উপনিবেশিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের প্রতিবাদে যশোরে মানববন্ধন করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা শাখা। মুজিব সড়ক,যশোর। ছবি : ইলিয়াস সাজুযশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে ৫১ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার একটি মুহূর্ত।শামসুল হুদা স্টেডিয়াম,যশোর। ছবি : ইলিয়াস সাজুযশোর অভয়নগর দত্ত গাতিতে রকিব হত্যা মামলার অন্যতম আসামি ও চরমপন্থীর সদস্য জুয়েলকে বিদেশি পিস্তল সহ ঢাকার সাভারের নিমেরটেক এলাকা থেকে ডিবি পুলিশ আটক করে। ডিবি অফিস,যশোর। ছবি : ইলিয়াস সাজুজাতীয় গ্রন্থগার দিবস ২০২৩ উপলক্ষে রোববার সকালে যশোর জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে সেরা পাঠক, লেখক সম্মাননা আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান । ছবি : ইলিয়াস সা