ফড়িং দেখলে কার না ভালো লাগে! বাহারি রং আর চপলতায় আছে সৌন্দর্য। মাঝেমাঝে কোত্থেকে যেনো উড়ে এসে ফুলের গাঁ-য়ে বসে ফড়িং। ফুলের স্বাভাবিক সৌন্দর্যকে আরো কয়েকগুণে বাড়িয়ে দেয়। যশোর পৌরপার্ক, ৫ মার্চ ২০২৩। ছবি : ইলিয়াস সাজু
জেলা আওয়ামী মৎসজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন। যশোর জেলা শিল্পকলা একাডেমি। ৫ মার্চ,২০২৩ । ছবি : ইলিয়াস সাজুযশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে student of the month award-2023 প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (এলডিডি) হোসাইন সৈকত। ৫ মার্চ,২০২৩ । ছবি : ইলিয়াস সাজুক্ষুদ্রঋণ কার্যক্রম বিষয়ক জেলা সমন্বয় কমিটির সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রফিকুল হাসান। যশোর কালেক্টরেট সভাকক্ষ,৫ মার্চ,২০২৩। ছবি : আইয়ুব হোসেন মনাযশোর হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। যশোর উদীচীর সভাকক্ষে,৫ মার্চ,২০২৩। ছবি : আইয়ুব হোসেন মনাযশোর জেলা মৎসজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলকে স্বাগতম জানিয়ে জেলা যুবলীগ নেতা ও ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর কবির সুমন শহরে মিছিল বের করে। ঈদগাহ মোড়,৬ মার্চ,২০২৩। ছবি : ইলিয়াস সাজুফড়িং দেখলে কার না ভালো লাগে! বাহারি রং আর চপলতায় আছে সৌন্দর্য। মাঝেমাঝে কোত্থেকে যেনো উড়ে এসে ফুলের গাঁ-য়ে বসে ফড়িং। ফুলের স্বাভাবিক সৌন্দর্যকে আরো কয়েকগুণে বাড়িয়ে দেয়। যশোর পৌরপার্ক, ৫ মার্চ ২০২৩। ছবি : ইলিয়াস সাজু