আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনিতে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা সুব্রত সরকার বাপ্পী (৩০) ও ছেলে পবিত্র সরকার তূর্য (৪) মারা গেছেন। আহত হয়েছেন বাপ্পীর স্ত্রী শ্যামলী সরকার। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার শ্রীউলা এলাকার কেরানীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
আহত শ্যামলী সরকারকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে থেকে বাসটি জব্দ ও এর চালককে আটক করেছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ অধিকারী।
দুর্ঘটনায় নিহত সুব্রত সরকার বাপ্পীর বাড়ি আশাশুনি উপজেলার বোলাবাড়িয়া গ্রামে। আটক বাসচালক হলেন সাতক্ষীরার বকচরা এলাকার বাসিন্দা নিজাম মণ্ডল।
ওসি বিশ্বজিৎ অধিকারী জানান, সুব্রত স্ত্রী ও ছেলেকে নিয়ে আশাশুনি সদর থেকে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন। কেরানীর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে বাবা ও ছেলে ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত হন সুব্রত স্ত্রী শ্যামলী।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটিকে জব্দ এবং চালককে আটক করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
