নিজস্ব প্রতিবেদক
ইন্টার্ন ভাতা দাবিতে যশোরে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করার পাশাপাশি মানববন্ধন করেছে ডিপ্লোমা ইন্টার্ন নার্স ও মিডওয়াফাইরা। বুধবার সকালে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে এই কর্মবিরতি পালন করেন তারা। বৃষ্টি উপক্ষো করে তারা প্লেকার্ড হাতে দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন। এতে যশোর নার্সিং ও মিডওয়াইফারি কলেজ, শিরিন রহমান নার্সিং ইনস্টিটিউট (পালবাড়ি), যশোর নার্সিং ইনস্টিটিউটের প্রায় দুই শতাধিক ইন্টার্ন নার্স ও ও মিডওয়াইফরা অংশ নেন।
এসময় বক্তব্য দেন ডিপ্লোমা ইন্টার্ন নার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবিদুর রহমান, সাধারণ সম্পাদক আনিছুর রহমান স্বজন, নাজমুুন নাহার জেরিন, জুই খানম, টুম্পা খাতুন প্রমুখ।