আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েল ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে উত্তেজনা আবারও চরমে উঠেছে। ইয়েমেন থেকে ইসরায়েলে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বুধবার প্রতিহত করার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে, হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।
ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে এক বার্তায় জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ছোড়ার কিছুক্ষণ আগে ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বাজতে শুরু করে। পরে বিমানবাহিনী সফলভাবে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করে।
যদিও আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করা হয়নি, তবে অতীতে গাজায় ইসরায়েলি হামলার প্রতিশোধে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে হুথিরা প্রায়শই ইসরায়েলকে টার্গেট করে।
গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির সময় কিছুদিন হামলা স্থগিত ছিল। কিন্তু ইসরায়েল পুনরায় বড় ধরনের সামরিক অভিযান শুরু করার পর হুথিরা আবারও আক্রমণ শুরু করেছে।
হুথি-অধিষ্ঠিত বন্দর এবং বিদ্রোহী-অধিষ্ঠিত রাজধানী সানার বিমানবন্দর লক্ষ্য করে ইসরায়েল ইয়েমেনে একাধিক প্রতিশোধমূলক হামলা চালিয়েছে।
হুথি-পরিচালিত সাবা সংবাদ সংস্থা জানিয়েছে, রোববার সানায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ছয়জন নিহত এবং ৮০ জনেরও বেশি আহত হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে, তারা তাদের নিজস্ব ভূখণ্ডে হুথিদের হামলার প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে একটি সামরিক কম্পাউন্ড, দুটি বিদ্যুৎকেন্দ্র এবং একটি জ্বালানি ডিপোতে আঘাত করেছে।
হুথি-অনুমোদিত আল মাসিরাহ টিভি জানিয়েছে, রোববার সানার একটি তেল স্থাপনা এবং একটি বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
আরও পড়ুন: ১৮ টন বর্জ্য ঘেঁটে স্ত্রীর হারানো বিয়ের আংটি উদ্ধার করলেন স্বামী