নিজস্ব প্রতিবেদক
যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় (এম এম কলেজ) শিক্ষক পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার। সভায় শিক্ষক পরিষদের গঠনতন্ত্র অনুযায়ী সর্বসম্মতিক্রমে আগামি ২০২৩-২৪ বর্ষের শিক্ষক পরিষদ গঠন করা হয়েছে। প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মদন কুমার সাহা শিক্ষক পরিষদের সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া যুগ্ম সম্পাদক হয়েছেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ইখতিয়ার উদ্দীন, সাংস্কৃতিক সম্পাদক বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ভারতী রানী হালদার, কোষাধ্যক্ষ রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক শাহাদাৎ হোসেন এবং ক্রীড়া সম্পাদক হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক জহির রায়হান। অনুষ্ঠান শেষে শিক্ষক পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দ কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তারকে ফুলের শুভেচ্ছা জানান।
