বিনোদন ডেস্ক
এক হৃদয়বিদারক ও বিধ্বংসী ঘটনা ঘটে গেল পশ্চিম আফ্রিকার দেশ মালিতে। বহুল পরিচিত তারকা টিকটকার, ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটর মেরিয়েম সিসেকে অপহরণ করে নৃশংসভাবে হত্যা করেছে দেশটির চরমপন্থিরা। এ তারকার মর্মান্তিক মৃত্যুর খবরে গভীর শোক ও অবিশ্বাসে পড়েছে মালিয়ানরা।
মঙ্গলবার (১১ নভেম্বর) সংবাদমাধ্যম বোল নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কনটেন্ট ক্রিয়েটর মেরিয়েম সিসের বিরুদ্ধে সামরিক বাহিনীকে সহযেগিতার অভিযোগ এনেছে। তাদের কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেছেন বলেও অভিযোগ আনা হয়েছে তারকার বিরুদ্ধে।
মেরিয়েম সিসের ভাই তাদের কষ্টের কথা জানিয়েছেন। বলেছেন, বৃহস্পতিবার তার বোনকে অপহরণ করা হয় এবং এরপর প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেয়া হয়। এমন ভয়াবহ সহিংসতা হবে, যা কেউ কল্পনাও করতে পারেনি।
এ নৃশংস হত্যাকাণ্ড এখন মালির জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ ও ভয়ের সঞ্চার করেছে। কেননা, ২০১২ সাল থেকে দেশটিকে গ্রাস করে রাখা চরমপন্থিদের বিদ্রোহের মধ্যে বসবাস করছে তারা।
এ অবস্থায় মেরিয়েম সিসের হত্যাকাণ্ড বিপজ্জনক পরিস্থিতির চিত্র তুলে ধরেছে। যে অঞ্চলে অনেক মালিয়ান বসবাস করেন। বিশেষ করে যেখানে সরকার বা সামরিক বাহিনীর সঙ্গে মালিয়ানদের যোগাযোগের সম্ভাবনা রয়েছে, সেখানে চরমপন্থিদের আতঙ্ক।
প্রসঙ্গত, মালির উত্তরাঞ্চলীয় শহর টোম্বোক্টোরের একজন প্রতিভাবান কনটেন্ট ক্রিয়েটর ও টিকটকার ছিলেন মেরিয়েম সিসে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন তিনি। উল্লেখযোগ্য সংখ্যক ফলোয়ারও অর্জন করেছিলেন। তিনি জীবনের বিভিন্ন মুহূর্তগুলো শেয়ার করতেন। নিজস্ব সৃজনশীলতা ও কণ্ঠস্বরের মাধ্যমে সাড়া ফেলেছিলেন। কিন্তু সব কর্মকাণ্ডই তার অকাল মৃত্যুতে একটি হৃদয়বিদারক গল্পে পরিণত হয়েছে।
