কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে ফিরোজুল হক (ফিরোজ) সভাপতি ও গোলাম রব্বানী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বুধবার সমিতির কার্ষালয়ে সকাল ৮ থেকে ১২ টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। জানাগেছে, ১১ টি পদে মোট ১৫ জন প্রার্থীর মধ্যে ৭ জন বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন।
এদের মধ্যে নির্বাচিতরা হলেন- কোষাধ্যক্ষ পদে হাফিজুর রহমান (পিন্টু), সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সহসভাপতি মিজানুর রহমান, সহসম্পাদক হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক আজিজুর রহমান, প্রচার সম্পাদক রুহুল আমীন এবং কার্য্যকরি সদস্য- হারুন অর রশিদ, বাবু কনজ বিশ্বাস ও শহিদুল ইসলাম।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান রফিকুল ইসলাম মন্টু জানান, ১১ টি পদে ১৫ জন প্রার্থীর ভিতরে বিনা প্রতিদ্বন্দীতায় আগেই ৭ জন নির্বাচিত হয়েছে। এ নির্বাচনে মোট ভোটার ছিল-৪৩ জন। ভোট পোল হয় ৪২ টি। ভোটাররা উৎসবের মধ্যে দিয়ে তাদের মনোনীত পছন্দের প্রার্থীদের ভোট প্রদান শেষে বিজয়ীদের নাম প্রকাশ করা হয়।