বেনাপোল প্রতিনিধি
‘কৃষক বাঁচাও দেশ বাঁচাও’ শ্লোগানে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরের শার্শা উপজেলায় বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেল সাড়ে ৪টার সময় উপজেলা কৃষক লীগের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন শার্শা-১ আসনের এমপি শেখ আফিল উদ্দীন ।
অনুষ্ঠানে বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথি এমপি শেখ আফিল উদ্দিন তার বক্তব্যে বলেন, দেশের ৮০ ভাগ লোক কৃষক, আমাদের প্রধান খাদ্য ভাত, কৃষকরা কষ্ট করে ফসল ফলাই বলেই দেশের মানুষ খেয়ে পরে বেঁচে আছে, কৃষকরা আমাদের সবচেয়ে বড় বন্ধু, তাদের পরিশ্রম ছাড়া বাঙালি বাঁচবে না।
শার্শা উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আইনাল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব মফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, বাংলাদেশ কৃষক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম বাদশা, বেসরকারি সংস্থা বিষয়ক সম্পাদক মিরুল ইসলামসহ অনেকে। সমাবেশে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার কৃষক কৃষাণী অংশগ্রহণ করে।
প্রধান বক্তা ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মোশাররফ হোসেন।
