নিজস্ব প্রতিবেদক
যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামের আউট ফিল্ড অনেক দিন ধরেই খেলাধুলার অনুপযোগী। নেই কোন লিগ বা টুর্নামেন্ট। তাই বর্তমানে স্টেডিয়ামে খেলোয়াড়-কর্মকর্তাদের পদচারণা দেখা যায় না। তবে সোমবার সুনশান নিরব সেই স্টেডিয়ামের আমেনা খাতুন ভিআইপি ক্রিকেট গ্যালারিতে ক্ষুদে ক্রিকেটারদের পদচারণায় মুখরিত ছিল।
সাকিব-তামিম-মোস্তাফিজ হওয়ার স্বপ্ন নিয়ে বয়সভিত্তিক ক্রিকেটে অংশ নেয়ার জন্য বয়স যাচাইয়ের প্রাথমিক কার্যক্রমে অংশ নিতে এসেছিল জেলার তিন শতাধিক ক্রিকেটার।
প্রথমবার বাছাইয়ে আসা ক্রিকেটারদের চোখে-মুখে বড় স্বপ্ন থাকলেও আশঙ্কা ছিল গত কয়েকবছর ধরে বিভিন্ন বয়স ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নেয়া খেলোয়াড়দের মনে। তাদের সকলেই একটাই প্রশ্ন কবে থেকে যশোর লিগ শুরু হবে।
গতবছর অনূর্ধ্ব-১৮ ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নেয়া বাঁহাতি স্পিনার সৈকত মল্লিক এ প্রতিবেদকের কাছে কবে থেকে খেলা শুরু হবে জানতে চায়। সৈকতের মতো ওই দলের বেশ কয়েকজন একই বিষয়ে জানতে চান।
মনিরামপুর রেসিডেন্সিয়াল ইন্সটিটিউটের চতুর্থ শিক্ষার্থী আদিত্য ঘোষ এসেছিলেন বাাছাইয়ে অংশ নিতে। অরজিনাল জন্ম নিবন্ধন না নিয়ে আসা প্রাথমিক ভাবে তাকে বাদ দেয়া হলে কান্না শুরু করেন। পরে ১২ অক্টোবরের পরের বাছাইয়ে জন্ম নিবদ্ধন নিয়ে আসার শর্তে তাকে রাখা হয়। ঝিকরগাছার পঞ্চম শ্রেণি পড়–য়া সরফররাজ হোসেন ফাহিম মোস্তাফিজুর রহমান হওয়ার স্বপ্ন নিয়ে এসেছিলেন বাছাইয়ে অংশ নিতে। ফাহিম দীর্ঘ এক বছর ঝিকরগাছা ক্রিকেট একাডেমিতে প্রাকটিশ করেন বলে জানান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জেলা কোচ আজিমুল হক আজিম বলেন, ক্রিকেটার প্রতিযোগিতামূলক মানসিকতার জন্য অনূর্ধ্ব-১৪, ১৬, ১৮ ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এসব প্রতিযোগিতা থেকে খেলোয়াড়দের বাছাই করে বিভিন্ন ধাপে প্রশিক্ষণ দেয়া হয়। এরপর বাছাইকৃত খেলোয়াড় নিয়ে অনূর্ধ্ব-১৫, ১৭ ও ১৯ জাতীয় দল গঠন করা হয়। আর বর্তমানে শুরু থেকে খেলোয়াড় বয়সের দিকে নজর দেয়া। আমরা জেলা পর্যায়ে প্রাথমিক একটা বাছাই করেছি। এদিন খেলোয়াড়দের পিএসসি/জেএসসি/এসএসসি বা সমমান পরীক্ষার সনদ ও স্কুলের প্রত্যয়ন পত্রের মূল ও ফটোকপি, অনলাইনে সম্পন্ন জন্ম নিবন্ধনের মূল কপিসহ অন্যান্য কাগজপত্র দেখা হয়েছে। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে একটা টিম আসবে মেডিকেল টিম আসবে। তারাই মূলত খেলোয়াড়দের বয়স যাচাই বাছাইয়ের মূল কার্যক্রম পরিচালনা করবে।
