নিজস্ব প্রতিবেদক
সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন জয় বাংলা ঐক্য পরিষদ যশোরের শার্শা ও কেশবপুর উপজেলা কমিটির বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সংগঠনের যশোর জেলা শাখার সভাপতি আমিনুর ইসলাম ও সাধারণ সম্পাদক এএইচ আজাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া বিজ্ঞপ্তিতে উপজেলা দুটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহীদের এক সপ্তাহের মধ্যে জেলা শাখার দপ্তর সেলের জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।