নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা
আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কারোর সঙ্গে ঐক্য করার দরকার নেই বলে মন্তব্য করেছেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার ঝিকরগাছায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপি-জামায়াত আগামী নির্বাচন বানচাল করতে চায়। খালেদা জিয়া নিরপেক্ষ, তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে বলেছিলেন পাগল আর শিশু ছাড়া আর কেউ নিরপেক্ষ নয়। সেই খালেদা জিয়ার দল আজ নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া নির্বাচন হতে দেবে না বলে আন্দোলন করে, এটা তামাশা ছাড়া কিছুই নয়।
তিনি আরও বলেন, যারা এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি, তাদের বিদ্যুৎ নিয়ে সমালোচনা করার দরকার নেই। বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না।
সুবিধাবাদী আওয়ামী লীগকে উদ্দেশ্য করে এমপি শাহীন বলেন, আওয়ামী লীগের হয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দের নামে সমালোচনা করার দরকার নেই। প্রয়োজনে জামায়াত-বিএনপির সঙ্গে নব্য আওয়ামী লীগকেও সাইজ করা হবে।
ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম, যশোর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) ডাক্তার নাসির উদ্দিন, যশোর পৌর আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, জেলা যুবলীগ নেতা শফিকুল ইসলাম জুয়েল, জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তফা আশীষ ইসলাম, নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক রফিকুল ইসলাম বুলি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ ইমরান রশীদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা মোরতজা ইসলাম বাবু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-আহ্বায়ক মাহবুর রহমান বরি, উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবীব শিপলু। এ সময় মঞ্চে ছিলেন উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যানগণ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতা সেলিম রেজা।