নিজস্ব প্রতিবেদক
রোজাদার ব্যক্তিদের জন্য ইফতারের প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে একদল শিক্ষার্থী। এদের মধ্যে থেকে কয়েকজন ইফতারের প্যাকেট হাতে নিয়ে পৌঁছে দেন চিকিৎসা সেবা নিতে আসা রোজাদারদের মাঝে। বৃহস্পতিবার ইফতারের আগে এমন দৃশ্য দেখা গেছে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গনে।
আলাপচারিতায় যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আব্দুল কাদের বলেন, সদর হাসপাতালে অপেক্ষাকৃত গরীব মানুষ বেশি চিকিৎসা নিতে আসেন। অনেক সময় দেখা যায় রোগীর সঙ্গে দুই তিনজন থাকে। তারা ইফতারের সময় ওষুধ কিনতে দৌড়াবে, নাকি ইফতার কিনতে ? তাদের এই কষ্টের সময় পাশে দাঁড়াতে আমাদের কয়েকজন শিক্ষার্থীর টিউশনির টাকা বাঁচিয়ে এই আয়োজন।
তিনি আরও বলেন, ভালো কাজ করার জন্য খুব বেশি টাকা-পয়সার দরকার হয় না। ভালো একটা মন থাকা চাই। সদর হাসপাতালের পাশাপাশি যশোর রেলওয়ে স্টেশনেও ইফতার বিতরণ করা হয়েছে।
হাসপাতালে সেবা নিতে আসা কাশেম রহমান জানান, পড়াশোনার পাশাপাশি মানবসেবামূলক এমন কাজ খুব কম দেখা যায়। এটি একটি মহৎ উদ্যোগ।
এসময় উপস্থিত ছিলেন আশিকুর রহমান, সোহেল রানা, শরীফ হোসেনসহ ২০ জন শিক্ষার্থী।
উল্লেখ্য, যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের আসাদ হলের পাশে কপোতাক্ষ মেসে অবস্থানরত বর্তমান শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীদের নিজ অর্থায়নে এই ইফতার বিতরণ করা হয়েছে।
