নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলা পরিষদের অর্থায়নে ও বাস্তবায়নে শনিবার বিদ্যালয়ের মূল গেট হতে ৩০৫ ফিট লম্বা ও ৭ ফিট চওড়া সলিং রাস্তা সম্পন্ন করা হয়েছে। ফলে বিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের বর্ষাকালীন সময়ের যে সমস্যা ছিল তা নিরসন হল। উল্লেখ্য, বর্ষাকালীন সময়ে এই বিদ্যালয়ের প্রবেশ পথ হতে অফিস রুমসহ শ্রেণিকক্ষে যাওয়ার সময় কাদা মাড়ানো ছাড়া কোন উপায় ছিল না।
বিদ্যালয়ের সভাপতির ঐকান্তিক প্রচেষ্টার ফলে উপজেলা পরিষদের আর্থিক ব্যবস্থাপনা ও বাস্তবায়নে এই প্রকল্প বাস্তবায়ন হয়। রাস্তা উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান সিকদার, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আজহার হোসেন, সহকারী প্রধান শিক্ষক এস এম সুজায়েত হোসেন, শেখ রহমত উল্লাহ, জাকির হোসেন, আহসান হোসেন, ওসমান গনি, কবির আলম সহ সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। বিদ্যালয়ের সভাপতি বলেন, সকলের সহযোগিতা অব্যাহত থাকলে উন্নয়নের এই ধারা চলমান থাকবে ইনশাআল্লাহ।
