নিজস্ব প্রতিবেদক
প্রথম আলো পত্রিকার হলুদ সাংবাদিকতা ও রাষ্ট্র বিরোধী চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে যশোর মুক্তিযোদ্ধা চেতনা মঞ্চ। রোববার বেলা ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা প্রথম আলো বর্জনের আহ্বান জানান। এসময় বক্তারা বলেন, দৈনিক প্রথম আলো সাংবাদিকতার নৈতিক দায়িত্ব উপেক্ষা করে ষড়যন্ত্রমূলকভাবে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে দেশের সুনাম ক্ষুণ করার চেষ্টা করছে।
মহান স্বাধীনতা দিবসে তারা এদেশের স্বাধীনতাকে বিদ্রুপ করে একটি বানোয়াট প্রতিবেদন প্রকাশ করেছে। ভাত না জুটলে স্বাধীনতা দিয়ে কী করব ? শিরোনামের সংবাদ এই ষড়যন্ত্রটির একটি অংশ। এই সংবাদটি মিথ্যা, বানোয়াট, ষড়যন্ত্রমূলক এতে কোনো সন্দেহ নেই। সাত বছরের একটি শিশুকে ১০ টাকা ঘুষ দিয়ে বক্তব্য নেয়া, সেটা কি সাংবাদিকতা? স্বাধীনতা দিবস তরুণ প্রজন্মের দেশাত্মবোধ সৃষ্টির এক অনন্য দিন, অথচ এই দিনে পলিটিক্যাল সিলেক্টটেড বিশেষ এক এজেন্ডা সেটিং এর উদ্দেশ্য এই সংবাদটি প্রকাশ মহান স্বাধীনতাকে অস্বীকার করার সামিল নয় কি? ‘দেশের সচেতন নাগরিক হিসেবে আমরা এই ষড়যন্ত্রমূলক অপতৎপরতার তীব্র নিন্দা জানান।
মুক্তিযোদ্ধা চেতনা মঞ্চ যশোরের সমন্বয়কারী আরাফাত রহমান বাসিতের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, ত্রাণ বিষয়ক সম্পাদক সুখেন মজুমদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আসাদুজামান মিঠু, মতিয়ার রহমান, প্রভাষক মিকাইল হোসেন প্রমুখ।