নিজস্ব প্রতিবেদক
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মোহাম্মদ মইনুল কবির বলেছেন, ‘সরকার সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার সমাজে এমনভাবে প্রতিষ্ঠা করতে চায়, যাতে সকল মানুষ সাংবিধানিক অধিকার সমানভাবে ভোগ করতে পারে। সাংবিধানিক অধিকারকে নিশ্চিত করার লক্ষে আইনি সচেতনতা বৃদ্ধির জন্য সরকার কাজ করছে। শনিবার যশোর কালেক্টরেটের অমিত্রাক্ষর সভাকক্ষে সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক স্টেকহোল্ডার কনসালটেশনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মানুষের অধিকার সংরক্ষণে প্রধানমন্ত্রী অনেক বেশি আন্তরিকতা নিয়ে কাজ করছেন। প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহে আইনসমূহ বাংলা ভাষায় প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে। এর ফলে সাধারণ মানুষের কাছে আইনের বিধান সহজবোধ্য হবে এবং বিচারপ্রাপ্তির পথ সুগম হবে। তিনি বলেন, নাগরিকের অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং সাংবিধানিক অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সরকার কাজ করছে। যত আন্তর্জাতিক কনভেনশন আছে, তার সবই বাংলাদেশ সরকার সাক্ষর করেছে। এর ফলে নারী ও পুরুষের মধ্যে বিরাজমান বৈষম্য দূর করে অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে কনসালটেশনে লেজিসলিটভ ও সংসদ বিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব হাফিজ আহমেদ চৌধুরী, আইন প্রণয়নে সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি প্রকল্পের প্রকল্প পরিচালক-যুগ্ম সচিব ডক্টর মোহাম্মদ মহিউদ্দীন, যুগ্ম সচিব জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সচিব মোহাম্মদ মুনিরুজ্জামান, উপ প্রকল্প পরিচালক মোহাম্মদ আবু কাউছার, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মতবিনিময় করেন অতিরিক্ত পুলিশ সুপার-ক সার্কেল জুয়ের ইমরান, যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর অমল কুমার বিশ^াস, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ইদ্রিস আলী, অ্যাডভোকেট ইসহক, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অসিত কুমার সাহা, মণিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, দৈনিক কল্যাণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি দীপঙ্কর দাস রতন, বাঁচতে শেখার নির্বাহী পরিচালক এঞ্জেলা গমেজ, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, কোর্ট ইন্সপেক্টর রোকসানা খাতুন, প্রেসক্লাব যশোরের সহসভাপতি ওহাবুজ্জামান ঝন্টু, যুগ্ম সম্পাদক সরোয়ার হোসেন, ক্ষুদ্র নৃ গোষ্ঠী মিনা দাস প্রমুখ। কনসালটেশনে বিভিন্ন সরকারি কলেজের অধ্যক্ষ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ সরকারি কর্মকর্তাবৃন্দ, আইনজীবী, জনপ্রতিনিধি, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও সাংবাদিকরা অংশ নেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলিটভ ও সংসদ বিষয়ক বিভাগের আইন প্রণয়নে সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি প্রকল্প এর আয়োজন করে।