ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি জিতে এগিয়ে রয়েছে বাংলাদেশ। ম্যাচ জয়ের পেছনে ব্যাট হাতে ভূমিকা রেখেছেন নাজমুল হোসেন শান্ত। আর সেই বিষয়টি তুলে ধরে নিজেদের হারের কারণ জানালেন ইংলিশ ওপেনার ফিলিপ সল্ট।
বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেল ৩টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় বাংলাদেশ ও ইংল্যান্ড। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান করে ইংল্যান্ড। জবাবে ১২ বল বাকি থাকতে ৬ উইকেটের জয় তুলে নেয় লাল-সবুজের দল।
ম্যাচ শেষে সল্ট বলেন, ‘রান তাড়ায় শান্ত অনেক ভালো খেলেছে। আমার মনে হয় তখনই ম্যাচ ঘুরে গেছে। তাদের ওপেনাররা ভালো করেছে। নিয়মিত রান পেয়েছে, বাউন্ডারি মেরেছে। সেইসঙ্গে এখানকার কন্ডিশন তাদের ভালো জানা। ফলে তারা জয় তুলে নিতে পেরেছে।’
নিজেদের ব্যাটিংয়ের বিষয়ে তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে টানা দুই বলে উইকেট হারানো মানে খেলা থেকে পিছিয়ে যাওয়া। উইকেটে যখন নতুন ব্যাটসম্যান আসে, তখন খেলা কিছুটা কঠিন হয়। আমরা হয়তো ১৮০ রানে শেষ করতে পারতাম। কিন্তু সেটি হয়নি।’
সল্ট আরও বলেন, ‘শুরুতে উইকেট কিছুটা স্লো মনে হয়েছে। পরে আমাদের বোলিংয়ের সময় মনে হয়েছে গতি কিছুটা বেড়েছে। ফলে কন্ডিশন না বুঝে এখানে খেলা খুব কঠিন। এই বিষয়টি ভালো করে কাজে লাগাতে পেরেছে বাংলাদেশ।’
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের বাকি ম্যাচ দুটি মিরপুরে অনুষ্ঠিত হবে আগামী ১২ ও ১৪ মার্চ।
