কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: বিশ্বকাপের খেলাা দেখার জন্য ল্যাপটপ ও প্রজেক্টর না দেয়ায় এক স্কুল শিক্ষককে চড় থাপ্পড় মেরে লাঞ্ছিত করেছেন ইউপি মেম্বারসহ তার সহযোগীরা। এ ঘটনায় ইউপি মেম্বার রাকিব হাসানের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দিয়েছেন ওই শিক্ষক। লাঞ্ছিত আনোয়ার হোসেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তিল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। রোববার বেলা ১১ টার দিকে ওই বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
শিক্ষক আনোয়ার হোসেন জানান, রোববার বেলা ১১ টার দিকে স্থানীয় ইউপি সদস্য রাকিব হোসেনের নেতৃত্বে কয়েকজন তার অফিসে এসে বিশ্বকাপের ফাইনাল খেলা দেখার জন্য স্কুলের প্রজেক্টর ও ল্যাপটপ দাবি করে। তিনি বিষয়টি প্রধান শিক্ষকের ব্যাপার বলে তা দিতে অস্বীকার করলে তারা আমাকে প্রথমে গালমন্দ করেন। একপর্যায়ে মেম্বার আমাকে চড় থাপ্পড় মারতে থাকে। এবং তার সাথে থাকা হামিদুল ইসলাম, সাদ্দাম হোসেন ও মাসুম আমাকে টেনে হিচড়ে স্কুলের বাইরে নিয়ে যায়।
অভিযুক্ত ইউপি মেম্বার রাকিব হাসান জানান, প্রধান শিক্ষক ল্যাপটপ ও প্রজেক্টর দিতে চাওয়ায় স্কুলে গিয়েছিলাম কিন্তু শিক্ষক আনোয়ার হোসেন তা দেননি। এরপর আমরা চলে এসেছি। তাকে মারপিটের কোন ঘটনা ঘটেনি।
তিল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম জানান, ঘটনা যখন ঘটে, তখন তিনি স্কুলে ছিলেন না। পরে স্কুলে গিয়ে জানতে পারেন ওই শিক্ষককে লাঞ্ছিত করা হয়েছে।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শাহিন আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। এখন তারা তদন্ত করে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।
কালীগঞ্জ থানার এস আই সিকান্দার আবু জাফর জানান, থানায় জিডি হয়েছে তদন্ত করে আইন অনুযায়ি ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: ঝিকরগাছায় আর্জেন্টিনার সমর্থকের করুণ মৃত্যু