নিজস্ব প্রতিবেদক
৬ ডিসেম্বর ঐতিহাসিক যশোর মুক্ত দিবস। মহান মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের এই দিনে দেশের প্রথম মুক্ত জেলা হিসেবে শত্রুমুক্ত হয় যশোর। গৌরবের এই দিনটি স্মরণে শনিবার সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের আয়োজনে বীর শহীদদের স্মরণে সংগীতের আবেশে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়। “আগুনের পরশ মণি ছোঁয়াও প্রাণে”-এই গানের সুরের সঙ্গে মিলিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের ভারপ্রাপ্ত সভাপতি দীপংকর দাস রতন, রাজনৈতিক নেতা ইকবাল কবির জাহিদ, জিল্লুর রহমান ভিটু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের সাবেক আহ্বায়ক রাশেদ খান, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, যশোর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যক্ষ শাহীন ইকবাল, সাংস্কৃতিক নেতা মাহামুদ হাসান বুলু, হারুন অর রশিদ, অ্যাড বাসুদেব বিশ্বাস, পান্নালাল দেসহ রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু।
