শরণখোলা প্রতিনিধি: মামার আশীর্বাদ অনুষ্ঠানে যেতে না পারায় গলায় ফাঁস লাগিয়ে শিশু সঙ্গীতা (৯) আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজারের পূর্ব মাথায় ঋষি পল্লীতে। সে ওই এলাকার স্বপন ঋষির মেয়ে ও রায়েন্দা ভাসানী কিন্ডার গার্ডেনের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
শিশু সঙ্গীতা মামার বিয়ের আশীর্বাদ অনুষ্ঠানে যাওয়ার জন্য সাজগোজ করে ও বাবার কাছে বায়না ধরে। কিন্তু তাকে না নিয়ে বাবা ও মামা চলে যাওয়ায় অভিমান করে সে ওড়না দিয়ে ঘরের আঁড়ার সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এ সময় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. আশফাক হোসেন তাকে মৃত ঘোষণা করেন।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ ইকরাম হোসেন জানান, ৯ বছরের শিশুর আত্মহত্যা অপ্রত্যাশিত ও রহস্যজনক। থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: শাড়াতলা কেন্দ্রে পাশের হার ৯৩ দশমিক ৪২,পাকশিয়ার চমক