বিনোদন ডেস্ক: ঢালিউডের নায়িকা মাহিয়া মাহি। অভিনয়ে মন জয় করে নিয়েছেন দর্শকদের। এখন সেই জগৎ থেকে দূরে সরে বর্তমানে ব্যবসাও মন দিয়েছেন তিনি। তবে এর বাইরেও এ নায়িকার ভিন্ন একটি কাজ করেন শখের বশে।
সেটি হচ্ছে, পরিত্যক্ত জিনিসপত্র ব্যবহার করে ফুলদানি বানানো। আর তার এই ফুলদানি নাকি সবাই পছন্দও করে বলে জানান নায়িকা। অবসরে এটিই মাহির পছন্দের কাজ।
এ প্রসঙ্গে তিনি বলেন, প্রত্যেক মানুষের ভেতরেই কিছু সুপ্ত প্রতিভা থাকে। আমার প্রতিভার জায়গা এটি। এখন অনেকটা ব্যস্ততার মধ্যেই সময় কাটছে। তারপরও সময় পেলে আমি পরিত্যক্ত জিনিসপত্র ব্যবহার করে অনেক কিছু বানাই।
আমরা ব্যস্ততার মাঝে যা কিছু করি না কেন, আমাদের ভালো লাগার কাজগুলো সময় পেলে করতে হবে। এগুলো আমাদের মন ভালো রাখবে ও আমাদের কাজে গতি এনে দেবে।
মাহী বর্তমানে ‘অফিসার ইনচার্জ’ নামে একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন। এ সিনেমাটি আগামী ঈদুল ফিতর উপলক্ষ্যে মুক্তি দেওয়ার কথা রয়েছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ডিএ তায়েব।
আরও পড়ুন: নেপালে বিমান দুর্ঘটনায় জনপ্রিয় শিল্পীর মৃত্যু
