নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেন, যশোর সদর উপজেলার নির্বাচনে মোটরসাইকেল মার্কার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তৌহিদ চাকলাদার ফন্টুকে প্রার্থী করায় খুশি আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা। শহরের এনএম খান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিএড কলেজ সেন্টারে আমরা সব সময় বিপুল ভোটে বিজয়ী হই। এবারও হবো ইনশাল্লাহ। শাহীন চাকলাদার উপজেলার চেয়ারম্যান থাকাকালীন শুধুই উন্নয়ন হতো। তিনি চলে যাওয়ার পর থেকে উন্নয়ন থমকে গেছে। মোটরসাইকেল প্রতীকের প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টুর বিজয়ের মধ্যে দিয়ে আবারও উন্নয়নের গতি ফিরবে।’
বৃহস্পতিবার বিকেলে যশোর পৌরসভার ৩নং ওয়ার্ড আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে একথা বলেন। তিনি আরও বলেন, সদর উপজেলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দিন রাত কাজ করছে তৌহিদ চাকলাদার ফন্টু। দলের কোন পদে না থেকেও ফন্টু নেতা-কর্মী, দুঃখি মানুষের জন্য কাজ করেছে। তৃণমূলের চাওয়ায় জেলা আওয়ামী লীগ তৌহিদ চাকলাদার ফন্টুকে চেয়ারম্যান প্রার্থী করা হয়েছে। সদর উপজেলার উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির স্বার্থেই আগামী ২৯ মে নির্বাচনে মোটরসাইকেল মার্কা বিপুল ভোটে বিজয়ী হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেন, নির্বাচন যে কেউ করতেই পারে তবে জেলা আওয়ামী লীগ সভাপতি-সম্পাদক ও জেলার বেশিরভাগ নেতৃবৃন্দ মিলে আমরা একটা প্যানেল দিয়েছি। এ প্যানেলকে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করবেন। নির্বাচন নিয়ে কোনো সমস্যা নেই। আপনরা নির্বাচনের কয়েকদিন সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে আমাদের প্রার্থী অবশ্যই বিজয়ী হবে ইনশাল্লাহ। আপনারা সবাই ভোটের দিন নির্ভয়ে ভোট দিতে যাবেন ও নিজের ভোট নিজে দেবেন। তিনি আরও বলেন, পুলিশ প্রশাসনকে বলবো প্রত্যেক এলাকা থেকে কিশোর গ্যাং ও তাদের শেল্টারদাতাদের ধরতে। আমরা সবাই স্বস্তি আর শান্তিতে থাকতে চাই। তাই আপনাদেরকে বলবো আগামী ২৯ মে মোটরসাইকেল মার্কাকে বিজয়ী করুন।’
৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, নেতা রেজাউল ইসলাম, স্বাচিপের জেলা সভাপতি ডা. ইয়াকুব আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, যুগ্ম সম্পাদক ইউসুফ শাহিদ, ভাইস চেয়ারম্যান প্রার্থী সুলতান মাহমুদ বিপুল, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জ্যোৎ¯œা আরা বেগম মিলি, জেলা আওয়ামী লীগের সদস্য সামির ইসলাম পিয়াস, পৌরসভার কাউন্সিলর আলমগীর কবির সুমন, নেতা রবিউল ইসলাম, শফিকুল ইসলাম শফিক, এসএম ইউসুফ, সোহাগ, আজাদ প্রমুখ।
এদিকে, বৃহস্পতিবার রাতে ৭ নং ওয়ার্ডের বেজপাড়া তালতলা মোড়ে অনুষ্ঠিত মতবিনিমিয় সভায় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দীন কবির পিয়াস, শহর আওয়ামী লীগের অর্থ সম্পাদক হাজী হাসান, সমাজ কল্যাণ সম্পাদক আরিফুজ্জামান বাদল, শ্রম বিষয়ক সম্পাদক আলী হোসেন নয়ন, ত্রাণ বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবি, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলীম গাজী, শহর আওয়ামী লীগের সদস্য রবি মোল্লা, তৌফিকুর রহমান সুমন, ওয়ার্ড কৃষক লীগ সভাপতি শাহ আলম দুলু, আওয়ামী লীগ নেতা ফজলুল হক প্রমুখ।
