নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের শিক্ষার্থীদের রমজান নিয়ে এক আলোচনা সভায় ছাত্রলীগের হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। শুক্রবার দুপুর ১২ টার দিকে প্রেস ক্লাব যশোরের সামনে এই মানববন্ধনের আয়োজন করে সংগঠনটির যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় (এমএম) শাখা। শিক্ষার্থীদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে মানববন্ধনে বক্তারা বলেন, ‘ছাত্রলীগ নিয়মিত এমন সব কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে যা ক্যাম্পাসের ঐতিহ্য ধ্বংস করে দিচ্ছে।
ধর্ষণ, হত্যাকাণ্ড থেকে নিয়ে হাল আমলের শিক্ষার্থী নির্যাতন, গণরুম-গেস্টরুমে মানসিক ও শারীরিক নির্যাতনসহ সকল অপকর্মে নিজেদেরকে জড়াচ্ছে ছাত্রলীগ। গত ১৩ মার্চ রমজানের প্রোগ্রামে শিক্ষার্থীদের উপর আক্রমণ এখন তাদেরকে ইসলামের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। শিক্ষার্থীদের উপর হামলে করে ছাত্রলীগ ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দপূর্ণ অবস্থান ও মানবিক মূল্যবোধ চর্চাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে, যা ছাত্র রাজনীতির জন্য এক কলংকজনক অধ্যায়। রমজানের মত পবিত্র মাসে ক্যাম্পাসে পুনরায় সন্ত্রাস ফিরিয়ে এনেছে। এ ধরনের কর্মকা- থেকে ছাত্রলীগকে ফিরে আসতে হবে এবং অপরাধীদেরকে দ্রুত চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।
মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় শাখার সভাপতি আব্দুর রউফ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনটির জেলা শাখার সভাপতি ইমরান হুসাইন, সহ-সভাপতি মুহাম্মদ মুহাম্মাদ ফয়েজ গাজী, সাধারণ সম্পাদক মুহাম্মাদ আজিজুর রহমান, সদর উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ শাকিল আহমেদ, শহর শাখার সভাপতি মুহাম্মাদ আরিফ বিল্লাহ মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রমুখ।
