মধ্যরাতে ছুরিকাঘাতে খুন, দুই আসামি গ্রেপ্তার, বাকিরা পলাতক
নিজস্ব প্রতিবেদক
যশোরে মধ্যরাতে তানভীরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুলকে প্রধান আসামি করে ৮ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত তানভীরের বাবা নাজিরশংকরপুর এলাকার মিন্টু এই মামলা করেন। মামলায় বাবুলকেই হত্যার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, অন্যান্য আসামিরা হলেন—শংকরপুর ছোটনের মোড় এলাকার সন্ত্রাসী মুসা ও সাব্বির। পলাতক আসামিরা হলেন চোপদারপাড়ার আব্দুল্লাহর ছেলে অভি, মজিবরের ছেলে মানিক এবং শংকরপুর এলাকার আল আমিন ওরফে চোর আলামিন।
এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে চোপদারপাড়ার রবিউল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম স্বাক্ষর এবং একই এলাকার বেলায়েত আলীর ছেলে সোনা মিয়াকে আটক করেছে।
যেভাবে ঘটল হত্যাকাণ্ড
মামলার বিবরণে বাদী উল্লেখ করেন, নিহত তানভীর হাসান আগে মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন এবং সর্বশেষ রাজমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করছিলেন। এর আগে তানভীরের বন্ধু আফজাল হত্যাকাণ্ডের শিকার হন। ওই মামলায় বাবুলসহ বর্তমান আসামিদের সম্পৃক্ততা ছিল বলে অভিযোগ। আফজাল হত্যার প্রতিবাদ করে আসছিলেন তানভীর। এ ঘটনাকে কেন্দ্র করেই বাবুলসহ অন্য আসামিদের সঙ্গে তার বিরোধ চলছিল।
এর জের ধরে শনিবার রাত ১০টার দিকে বাবুল কাউন্সিলরের নেতৃত্বে অন্য আসামিরা তানভীরের বাড়িতে যায়। তানভীরকে সেখানে না পেয়ে তারা বাড়িঘরে ভাঙচুর চালায় এবং হত্যার হুমকি দিয়ে চলে যায়।
রাত সাড়ে ১২টার দিকে শংকরপুর আনসার ক্যাম্পের পেছনে তানভীরকে একা পেয়ে বাবুলের নেতৃত্বে আসামিরা তাকে একের পর এক ছুরিকাঘাত ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তানভীরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আদালতে পাঠানো হয়েছে আটক দুই আসামিকে
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই আলমগীর হোসেন জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে রোববার সন্ধ্যার পর তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
নিহত তানভীরের বিরুদ্ধে একাধিক মামলা
পুলিশ জানিয়েছে, নিহত তানভীরের বিরুদ্ধে এর আগেও হত্যা মামলাসহ মোট পাঁচটি মামলা রয়েছে।
